কোটালীপাড়ায় কেএফএইচ-এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির (কেএফএইচ) উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহায়তায় ও ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, গুড়া দুধ, আলু, রসুন, পেয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দরিদ্র ও অসহায় পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ এস, এম, শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটল রায় উপস্থিত ছিলেন।