• তরুন শামসুল ইসলামের ক্যান্সার চিকিৎসায় কেএফএইচ এর আর্থিক সহায়তায়
  • নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শাহানারা পারভীন (৫৬) কে যাকাত তহবিল ২০২১ থেকে আর্থিক সহায়তায়

দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তায় কেএফএইচ

Published by May 15, 2021

দরিদ্র ও করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, অক্সিজেন সরবরাহ ও আর্থিক সহায়তা দিয়ে আসছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ)। এছাড়া জাকাত তহবিল গঠন করে অসহায় ও দরিদ্রদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

দরিদ্র রোগীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পসহ নানা ধরনের সহযোগিতা করছে সংগঠনটি। আগামীতে আরও ১০-১২টি প্রকল্প হাতে নেয়া হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান এবং মৎস্য অধিদফতরের দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে সহকারী প্রকল্প পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার (১৫ মে) জাগো নিউজকে তিনি এ তথ্য জানান। মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯৬-৯৭ সেশনের ১২৫ জন বন্ধুর মাধ্যমে এই সংগঠনের জন্ম। চাইলে যে কেউ এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন। চলতি বছরের ১ জানুয়ারি প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১৮ জনকে তিন লাখ ৫৩ হাজার ৫০০ টাকার রিকশা, ভ্যান, গরু-ছাগল, ঘরনির্মাণ, দোকানের মালামাল দিয়ে সহায়তা করেছি আমরা। ঈদের পর আরও ছয়-সাতজনের কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে। আর দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সাতটি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে এই সেবা দেয়া হচ্ছে।

জানা যায়, করোনা রোগীদের জন্য প্রথম পাঁচদিন ফ্রি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। পাঁচদিন পর দিনে ৩০০ টাকা চার্জ ধরা হয়। তবে সিলিন্ডারে অক্সিজেন রিফিল করে ফেরত দিতে হবে। অথবা অক্সিজেনের মূল্যবাবদ এক হাজার টাকা দিতে হয়। তবে সামর্থ্য না থাকলে অক্সিজেন রিফিল করতে হয় না। আর প্রত্যেক রোগীকে ফ্রি মাস্ক দেয়া হয়।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল খান আবদুল মনজুর মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন, কেউ যদি মানবিক কর্মকাণ্ডে নিজে যুক্ত হতে আগ্রহী হন, মূল্যবান সময় ও অর্থ খরচ করে মানুষের কল্যাণে অবদান রাখতে আগ্রহী হন; তবে ওয়েবসাইটফেসবুকের মাধ্যমে কেএফএইচের সঙ্গে যুক্ত হতে পারেন।

View in  
তরুন শামসুল ইসলামের ক্যান্সার চিকিৎসায় কেএফএইচ এর আর্থিক সহায়তায়
top