ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে সুবিধাবঞ্চিত সাতশ মানুষের মধ্যে বিতরণ করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি

সুবিধাবঞ্চিতদের নিয়ে ঈদ উদযাপন কেএফএইচের

Published by Jul 25, 2021

সুবিধাবঞ্চিত ৭০০ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)। সংগঠনের সদস্যরা ঈদের দিন ঘুরে ঘুরে মানুষের দান করা কোরবানির মাংস সংগ্রহ করেছেন। এরপর সেসব মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ১৮০ বক্স বিরিয়ানি ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগে ভর্তি রোগী ও রোগীর পরিবারের মধ্যে বিতরণ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল মুরগির বিরিয়ানির আয়োজন। এ ছাড়া গেন্ডারিয়া রেলস্টেশন, জুরাইন, গোলাপশাহ মাজার, হাইকোর্ট, আজিমপুর, বুয়েট, শহীদ মিনার, ঢাকা মেডিকেল, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পাঁচ শতাধিক বক্স বিরিয়ানি বিতরণ করে সংগঠনটি।

কেএফএইচের ঈদ আনন্দ প্রোগ্রামের সভাপতি দিলরুবা বেদেনা জানান, হাসপাতালে রোগী ও রোগীর সঙ্গে রয়েছে এমন মানুষ ও পথশিশুরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য কেএফএইচ এই ক্ষুদ্র আয়োজন করেছে।

সংগঠনটির চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯৬-৯৭ সেশনের ১২৫ জন বন্ধুর সম্মিলিত উদ্যোগ এই সংগঠন। বর্তমানে সংগঠনটি করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, লকডাউনে অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ, রোগীদের জন্য আর্থিক সহায়তা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে।

সাহায্য পাঠানোর জন্য http://kfhbd.org/ অথবা facebook.com/kfhbd.org -এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

View in  
ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে সুবিধাবঞ্চিত সাতশ মানুষের মধ্যে বিতরণ করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি
top