waheduzzaman

ওয়েদুজ্জামান বাবলু, আমাদের হাতেম তাই

By May 1, 2021 15 Assistance Gratitude

বাকৃবি ৯৬-৯৭ সেশনের প্রাক্তন ছাত্র। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং সেখানে একজন তরুন উদয়মান ব্যবসায়ী। তবে আমাদের নিকট বড় পরিচয় হলো সে একজন দয়ালু প্রকৃতির এবং অন্যের বিপদে উদার হস্তে দানকারী। বিভিন্ন সময়ে আত্নীয়, বন্ধু, পরিচিত, অপরিচিত ব্যক্তির বিপদে দেবদূতের মতো পাশে এসে দাড়িয়েছে। ব্যক্তিগতভাবে কয়েকবছরপূর্বে আমরা কিছু বন্ধু এক রোগীর সহায়তার জন্য ক্যাম্পেইন করতে নামলে তার বিশাল অঙ্কের দান দেখে আমরা সবাই সারপ্রাইজ হয়েছিলাম।

পরবর্তীতে ফেইসবুক গ্রুপ "ট্রিটমেন্ট কমিউনিটি" এর মাধ্যমে রোগীদের আর্থিক সহায়তার জন্য তার দৃষ্টি আকর্ষন করলে অনুরোধকৃত অঙ্কের সম্পূর্ণ টাকাই সে দিয়ে দেয়।

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) গঠনের উদ্যোগ গ্রহন করলে শুরু হতেই তাকে উদ্যোগী ভূমিকায় দেখা যায় এবং ফাউন্ডেশন গঠনের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। সে কেএফএইচ এর প্রথম আজীবন সদস্য। বর্তমানে সে কেএফএইচ এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারী। কেএফএইচ এর সকল কার্যক্রমে তার বড় একটি আর্থিক অনুদান থাকে। কেএফএইচ এর যাকাত ফান্ডেও সে বড় অংকের যাকাত প্রদান করেন। অনেক অনেক দোয়া ও শুভ কামনা বন্ধু বাবলুর জন্য। তার সুস্বাস্থ ও উন্নতি কামনা করি।

About The Author

Muhammad Monirul Islam

Assistant Project Director, Department of Fisheries

Leave a Comment


Only logged in user has the facility to "Leave a Comment".
top