Bakht Hindole

পাশে দাঁড়ানোর গল্প

By Apr 19, 2021 15 Assistance Gratitude

সামাজিক হতে হলে পরোপকারী হতে হয়। একজন অন্যজনের বিপদে এগিয়ে আসা, পাশে দাঁড়ানো, সহমর্মী হওয়া, শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করাই মনুষ্যত্ব। আজ এমনই একজনের গল্প বলবো।

হিন্দোল বখত, যিনি কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর প্রতিষ্ঠাকালীন সক্রিয় সদস্য। কর্মরত আছেন ইউএনডিপি, কক্সবাজার শাখায়। সূচনা লগ্ন থেকেই শত ব্যস্ততার মাঝেও তিনি প্রতিটা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণে জানিয়েছেন তার অভিজ্ঞ মতামত। অত্যন্ত মেধাবী এবং কর্ম উদ্যোমী এই মানুষটি সব সময় মানবতার সেবায় কাজ করার জন্য প্রস্তুত থাকেন।

দেশের করোনা মহামারী বেড়ে যাচ্ছে দেখে সুরক্ষা এবং হঠাৎ প্রয়োজনের কথা চিন্তা করে নিজ উদ্যোগে পরিবারের জন্য কিনে রেখেছিলেন একটি অক্সিজেন সিলিন্ডার। কেএফএইচ যখন "করোনা রোগীর জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার " প্রকল্প শুরু করে তিনি তখনই তার অক্সিজেন সিলিন্ডারটি কারো সাহায্যে এই প্রকল্পে ব্যবহার করার জন্য প্রস্তাব করেন।

এইতো সেদিন হঠাৎ মোহাম্মদপুর থেকে একজন রোগীর স্বজনের কল আসে কেএফএইচ-এ। ডাক্তার নাকি জানিয়েছেন বাড়িতেই দ্রুত অক্সিজেন দেয়ার ব্যবস্থা করতে হবে। তখন উনাকে জানালে তিনি নিজের সংগ্রহে থাকা অক্সিজেন সিলিন্ডার টা দিয়েই রোগীর অবস্থা উন্নতির চেষ্টা করা হোক বলে আগ্রহ প্রকাশ করেন।

এমন সংকটপূর্ণ অবস্থায় যেখানে হাসপাতালে সিটের সংকট, অক্সিজেন সিলিন্ডার সংকট সেখানে নিজের লাগতে পারে জেনেও এই মানুষটি নিঃস্বার্থভাবে একদম অপরিচিত একজন রোগীর পাশে দাঁড়াতে চেয়েছেন। চেষ্টা করে গেছেন তার সাধ্যমতো।

কেএফএইচ এমন ব্যাক্তিকে সবসময় সম্মান জানায়। সহমর্মিতা এবং মনুষ্যত্ব বেঁচে থাকুক। বেঁচে থাকুক সবার প্রিয় স্বজনেরা উনার মত উপকারী মানুষদের সাহায্য এবং ভালোবাসায়।

About The Author

Muhammad Shamsul Islam

Web Application Developer, Entrance Logic Systems

Though I am an agriculture graduate, I am now working in the IT Industry. For the past several years I have been building and maintaining many front-end and back-end web application. I prefer being accurate with details in everything I do.
I am a dedicated person with a family of four. People find me to be an upbeat, self-motivated team player with excellent communication skills.

Leave a Comment


Only logged in user has the facility to "Leave a Comment".
top