KFH Scholarship

অত্যন্ত মেধাবী কিন্তু অর্থের অভাবে যারা পড়াশুনা বেশী দিন চালিয়ে যেতে পারছেনা, তারা যেন পড়াশুনা চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে KFH শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এতিম/মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনী (অসচ্ছল  মেধাবী হতে হবে)/ শারীরিক প্রতিবন্ধি / তৃতীয় লিঙ্গ /পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে।

উল্লেখ্য, ডিপ্লোমা (পলিটেকনিক / নার্সিং ও অন্যান্য) এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য) আবেদন করতে পারবেন। 

 

  • প্রতি মাসে ২৫০০ টাকা করে ৩ মাস পর পর একত্রে ৭৫০০ টাকা প্রদান করা হবে।
  • শিক্ষা বৃত্তির প্রাথমিক মেয়াদ ১ বছর। ফলাফল সন্তোষজনক হলে প্রতি বছর বৃত্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। এজন্য প্রতি ছয় মাস অন্তর সেমিস্টার / ইয়ার ফাইনাল ফলাফলের মার্কশিট / ট্রান্সক্রিপ্ট ফর্মে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। 
  • KFH শিক্ষাবৃত্তি চলাকালীন সময় অন্য কোন উৎস হতে স্কলারশীপ গ্রহণ করা যাবে না। অন্য কোন উৎস হতে স্কলারশীপ গ্রহণ করতে চাইলে KFH শিক্ষাবৃত্তি বাতিলের আবেদন করতে হবে।

শিক্ষার্থীরা যদি নিজেদের এই আবেদনের যোগ্য মনে করেন তাহলে নিম্নে আবেদনের যোগ্যতা, আবেদন করার নিয়মাবলীসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলোঃ-

KFH শিক্ষাবৃত্তির গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ-

০১।

আবেদন পাঠানোর সময়সীমা

:

আগামী ৩১ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখের মধ্যে পাঠাতে হবে।

০২।

আবেদন পাঠানোর ঠিকানা

:

ড. মারুফা সুলতানা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর ও সদস্য সচিব KFH শিক্ষাবৃত্তি প্রকল্প।

০৩।

প্রয়োজনীয় কাগজপত্র

:

 

ক)

সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি

খ)

জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ

গ)

নির্ধারিত নমুনা অনু্যায়ী ওয়াড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বার কর্তৃক অভিভাবকের মাসিক আয়ের সনদ
নমুনা ডাউনলোড করতে ক্লিক করুন।

ঘ)

সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র

উপরে উল্লেখিত সকল তথ্য সঠিক দিতে হবে। অসম্পূর্ণ/অসত্য আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা বা পরবর্তিতে কোন তথ্য অসত্য প্রমানিত হলে আবেদনপত্র তৎক্ষণাৎ বাতিল করা হবে।

গুগল ফর্ম এর মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
অথবা,
নমুনা ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি/স্কেন কপি (সর্বোচ্চ ১ মেগাবাইট) এই ই-মেইল- kfhscholarship21@gmail.com অথবা scholarship@kfhbd.org বরাবর প্রেরণ করতে হবে। এছাড়াও ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় কুরিয়ার করেও পাঠানো যাবে। ঠিকানাঃ সদস্য সচিব KFH শিক্ষাবৃত্তি প্রকল্প ড. মারুফা সুলতানা), উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর

.docx ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন

.doc ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন

.pdf ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন

এখানে উল্লেখ্য যে, KFH শিক্ষাবৃত্তি তহবিল KFH এর সদস্যগনের সাবক্রিপশন, দান ও সমাজের অর্থনৈতিকভাবে স্বচ্ছল ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত যাকাতের টাকা দ্বারা পরিচালিত।

কমিটির সদস্যদের নামঃ
▪️ সভাপতিঃ মুহাম্মদ ওয়েদুজ্জামান বাবলু, ব্যবসায়ী, ইউএসএ
▪️ সেক্রেটারিঃ ড. মারুফা সুলতানা, ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর
সদস্যঃ
১। ড. মেহেরুন্নেছা চৌধুরী সুমী, প্রফেসর ও বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি ও সোশ্যাল সাইন্সেস বিভাগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
২। ড. আতিকুর রহমান, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৩। ড. আশিক রব্বানি, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৪। ড. বদরুজ্জামান, প্রফেসর ও বিভাগীয় প্রধান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,গাজীপুর
৫। ড. এ এম শাহাবুদ্দিন, অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
৬। ড. মহিদুল হাসান, অধ্যাপক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
৭। ড. নেছার উদ্দিন আহমেদ, প্রফেসর, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি,পটুয়াখালী
৮। ড. মোঃ তারিকুল ইসলাম, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
৯। ডা. মোঃ মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা
১০। মোঃ হামিদুর রহমান, প্রভাষক, একুয়াকালচার বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
১১। কৃষিবিদ দেবাশীষ সাহা, অতিরিক্ত পরিচালক ( গবেষণা ), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় , সিলেট
১২। মুহাঃ সামছুল ইসলাম, প্রোগ্রামার, এনট্রান্স লজিক সিস্টেমস, ঢাকা
১৩। ফাতেমা ইসলাম, উদ্যোক্তা, নাটাই, ঢাকা

Project Information

top