একটি ইলিকট্টিক সেলাইমেশিন দিয়ে দারিদ্র্যতাকে জয় করতে সক্ষম হয়েছে অকালে স্বামী হারা লিপি খাতুন
25 Oct, 2021
আজ থেকে তিন চার মাস আগে তাকে Krishibid Foundation for Humanity - KFH সহায়তায় একটি ইলিকট্রিক সেলাই মেশিন ব্যবস্থা করে দেয়া হয়েছিল। সেই সাথে কেএফএইচ সেচ্ছাসেবক মোঃ মোর্শেদ উল হক তাকে সৈয়দপুর শহরে বিভিন্ন দোকানে পরিচয় করি দিয়ে মার্কেট লিংকেজ তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ লিপি খাতুন সেই সেলাইমেশিন ব্যবহার করে বিভিন্ন ধরনের প্যান্ট, টুপি, মুজা সেলাই করে দৈনিক ২০০-২৫০৳ টাকা রোজগার করছে। সে এই তিন চার মাসে পারিবারিক ব্যায় নির্বাহ ও বাচ্চাদের পড়াশোনা খরচ বাদেও তার বসতবাড়ি অসমাপ্ত কাজ শেষ করেছে।