একটি প্রদিপের আলো যেমন একটি ঘরকে আলোকিত করে ঠিক তেমনি সফল কিছু উদ্যোগ সমাজকে আলোকিত করে।
লিপি খাতুন বছর খানেক আগে লিভার ক্যান্সারে স্বামীকে হারায়। সংসারে যা ছিলো স্বামীর চিকিৎসার পিছনে ব্যায় করে নিঃস্ব হয়ে পড়ে। ছোট দুইটি ছেলে সন্তান নিয়ে চরম বিপাকে পড়ে। বয়স অল্প হওয়ায় তেমন কোন জায়গায় কাজে যেতে পারতো না। সমাজের কুৎসিত লোকদের কুঃদৃস্টি লেগেই থাকতো তার উপর। খুব কস্টে স্থানীয় একটি বাজারে সেলাইয়ের কাজ শিখে। কিছুদিন বাজারে কাজ করতে পারলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় তা করতে পারছে না।
Krishibid Foundation for Humanity - KFH সহায়তায় লিপি খাতুনকে একটি প্লেন সেলাইমেশিন প্রদান করা হয়। সার্বিক বিষয়টি বাস্তবায়নে সহায়তা করেন ফাঊন্ডেশনের সেচ্ছাসেবক মোঃ মোর্শেদ উল হক।
You are donating to : দশের যাকাতের টাকায় লিপি খাতুনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
Project Information
- Convener : Khan Abul Manjur Mohammad Raisul Islam
- Profession : Deputy Director, Microcredit Regulatory Authority
- Contact No : 01674064485
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH
Share now
Follow up Continuous update of this fact
একটি ইলিকট্টিক সেলাইমেশিন দিয়ে দারিদ্র্যতাকে জয় করতে সক্ষম হয়েছে অকালে স্বামী হারা লিপি খাতুন
25 Oct, 2021
আজ থেকে তিন চার মাস আগে তাকে Krishibid Foundation for Humanity - KFH সহায়তায় একটি ইলিকট্রিক সেলাই মেশিন ব্যবস্থা করে দেয়া হয়েছিল। সেই সাথে কেএফএইচ সেচ্ছাসেবক মোঃ মোর্শেদ উল হক তাকে সৈয়দপুর শহরে বিভিন্ন দোকানে পরিচয় করি দিয়ে মার্কেট লিংকেজ তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ লিপি খাতুন সেই সেলাইমেশিন ব্যবহার করে বিভিন্ন ধরনের প্যান্ট, টুপি, মুজা সেলাই করে দৈনিক ২০০-২৫০৳ টাকা রোজগার করছে। সে এই তিন চার মাসে পারিবারিক ব্যায় নির্বাহ ও বাচ্চাদের পড়াশোনা খরচ বাদেও তার বসতবাড়ি অসমাপ্ত কাজ শেষ করেছে।