দশের যাকাতের টাকায় লিপি খাতুনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

একটি প্রদিপের আলো যেমন একটি ঘরকে আলোকিত করে ঠিক তেমনি সফল কিছু উদ্যোগ সমাজকে আলোকিত করে।

লিপি খাতুন বছর খানেক আগে লিভার ক্যান্সারে স্বামীকে হারায়। সংসারে যা ছিলো স্বামীর চিকিৎসার পিছনে ব্যায় করে নিঃস্ব হয়ে পড়ে। ছোট দুইটি ছেলে সন্তান নিয়ে চরম বিপাকে পড়ে। বয়স অল্প হওয়ায় তেমন কোন জায়গায় কাজে যেতে পারতো না। সমাজের কুৎসিত লোকদের কুঃদৃস্টি লেগেই থাকতো তার উপর। খুব কস্টে স্থানীয় একটি বাজারে সেলাইয়ের কাজ শিখে। কিছুদিন বাজারে কাজ করতে পারলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় তা করতে পারছে না।

Krishibid Foundation for Humanity - KFH সহায়তায় লিপি খাতুনকে একটি প্লেন সেলাইমেশিন প্রদান করা হয়। সার্বিক বিষয়টি বাস্তবায়নে সহায়তা করেন ফাঊন্ডেশনের সেচ্ছাসেবক মোঃ মোর্শেদ উল হক।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

Follow up Continuous update of this fact

একটি ইলিকট্টিক সেলাইমেশিন দিয়ে দারিদ্র্যতাকে জয় করতে সক্ষম হয়েছে অকালে স্বামী হারা লিপি খাতুন

  25 Oct, 2021

একটি ইলিকট্টিক সেলাইমেশিন দিয়ে দারিদ্র্যতাকে জয় করতে সক্ষম হয়েছে অকালে স্বামী হারা লিপি খাতুন

আজ থেকে তিন চার মাস আগে তাকে Krishibid Foundation for Humanity - KFH সহায়তায় একটি ইলিকট্রিক সেলাই মেশিন ব্যবস্থা করে দেয়া হয়েছিল। সেই সাথে কেএফএইচ সেচ্ছাসেবক মোঃ মোর্শেদ উল হক তাকে সৈয়দপুর শহরে বিভিন্ন দোকানে পরিচয় করি দিয়ে মার্কেট লিংকেজ তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ লিপি খাতুন সেই সেলাইমেশিন ব্যবহার করে বিভিন্ন ধরনের প্যান্ট, টুপি, মুজা সেলাই করে দৈনিক ২০০-২৫০৳ টাকা রোজগার করছে। সে এই তিন চার মাসে পারিবারিক ব্যায় নির্বাহ ও বাচ্চাদের পড়াশোনা খরচ বাদেও তার বসতবাড়ি অসমাপ্ত কাজ শেষ করেছে।

  • portfolio

    দশের যাকাতের টাকায় শামসু মিয়ার স্বপ্ন পূরণ

  • portfolio

    দশের যাকাতে গাজীপুরের সোহাগ এখন ঋণমুক্ত

  • portfolio

    দশের যাকাতে লাভলুর সংসার এখন অভাবমুক্ত

  • portfolio

    দশের যাকাতে বাবুল মিয়ার পাশে দাঁড়ালো কেএফএইচ

  • portfolio

    দশের যাকাতের টাকায় শাহানারার ছাগল পালন

  • portfolio

    শেফালি আক্তারের পরিবারের পাশে কেএফএইচ

  • portfolio

    উপকূলের অসহায় তালুকদার পরিবারের পাশে কেএফএইচ

  • portfolio

    দশের যাকাত ও আর্থিক সাহায্যে আলেম পরিবারের গৃহনির্মাণ

  • portfolio

    দশের যাকাতের টাকায় আল-মামুনের দোকানের মালামাল ক্রয়

  • portfolio

    দশের যাকাতের টাকায় হাফেজ মোঃ মফিজুরের পরিবারের বাড়তি আয়

  • portfolio

    দশের যাকাতের টাকায় আব্দুল মালেকের কস্টের বোঝা লাঘব

top