সালমানের চিকিৎসায় আরও ৫০০০ (পাঁচ হাজার) টাকা দেয়া হয়েছে। আগামীতে তার চিকিৎসার যে পরিমান টাকা লাগবে তা কেএফএইচ ও ট্রিটমেন্ট কমিউনিটি বহন করবে বলে আশা প্রকাশ করছে।

"> ফলোআপ-১ঃ সালমানের আপডেট | কেইস স্টাডিঃ সালমান এর জরুরী চিকিৎসায় কেএফএইচ ও ট্রিটমেন্ট কমিউনিটি সালমানের চিকিৎসায় আরও ৫০০০ (পাঁচ হাজার) টাকা দেয়া হয়েছে। আগামীতে তার চিকিৎসার যে পরিমান টাকা লাগবে তা কেএফএইচ ও ট্রিটমেন্ট কমিউনিটি বহন করবে বলে আশা প্রকাশ করছে।

" />
ফলোআপ-১ঃ সালমানের আপডেট

ফলোআপ-১ঃ সালমানের আপডেট

  30 May, 2021

Dr Khairul Basher, শিশু সার্জারী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এর বক্তব্য আলহামদুলিল্লাহ অপারেশন সম্পন্ন। IV Access সম্ভব হওয়ায় আজ অপারেশন সম্ভব হয়েছে।

পেটে পায়খানার রাস্তা করা লাগেনি। পেট থেকে এবং পায়খানার রাস্তা থেকে মাংস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাংসের রিপোর্ট এর উপর পরবর্তি চিকিৎসা নির্ভর করবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে সেপ্টিসেমিয়ার জন্যই বাচ্চার পায়খানা হচ্ছিলোনা। সেক্ষেত্রে যদি মাংস পরীক্ষার রিপোর্ট ভালো আসে তাহলে আর কোনো অপারেশন লাগবেনা আশা করি।

তবে মাংস পরীক্ষার রিপোর্ট এ সমস্যা থাকলে তার আরও তিনটি অপারেশন লাগবে। অপারেশন পরবর্তি মূল চ্যালেঞ্জ হলো তার শরীরে প্রটিন সাপ্লিমেন্টেশন দেয়া। আজ যে টাকা দেয়া হয়েছে আশাকরি সেটা দিয়ে ১টা ইঞ্জেকশন এলবুটিন কিনতে পারবে এবং ২ দিন সেটা কাভার করা যাবে।

সালমানের চিকিৎসায় আরও ৫০০০ (পাঁচ হাজার) টাকা দেয়া হয়েছে। আগামীতে তার চিকিৎসার যে পরিমান টাকা লাগবে তা কেএফএইচ ও ট্রিটমেন্ট কমিউনিটি বহন করবে বলে আশা প্রকাশ করছে।

top