বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আইসিবি’র অক্সিজেন সিলিন্ডার বিতরণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এর প্রধান কার্যালয় থেকে ১৩ আগস্ট তারিখে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি, অভিযাত্রিক ফাউন্ডেশন, খুলনা অক্সিজেন ব্যাংক, সংযোগ ফাউন্ডেশন এবং মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর মাঝে মোট ২৭টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন গাজী, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।