পরিবহন শ্রমিকদের ৭ দিন খাবার দিবে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি

পরিবহন শ্রমিকদের ৭ দিন খাবার দিবে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি

Published by Jul 30, 2021

মহাখালী বাসটার্মিনালে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের জন্য সপ্তাহব্যপী খাবার বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)। শুক্রবার (৩০ জুলাই) ৩১৮ জন পরিবহণ শ্রমিকদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। 

ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। 

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, লকডাউনে সবচাইতে ক্ষতিগ্রস্ত সেক্টর হলো পরিবহন সেক্টর। পরিবহণ সেক্টরের কর্মহীন শ্রমিকেরা অনাহার/অর্ধাহারে দুঃসহ সময় পার করছে। এই কঠিন সময়ে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন তিন শতাধিক শ্রমিক অন্তত এক বেলা যেন পেট ভরে খেতে পারে তারই উদ্যোগ নিয়েছে কেএফএইচ।

কেএফএইচ এর চেয়ারম্যান আরো জানান, এই সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল। সামর্থবান ব্যক্তিরা এগিয়ে আসলে আরো অনেক সংখ্যক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তার আওতায় আনা সম্ভব। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সদু কেএফএইচ এর এই উদ্যোগ স্বাগত জানান। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'র সেক্রেটারি জেনারেল মো. রাইসুল ইসলাম,  ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. আশরাফ উদ্দিন, ফাইনেন্স সেক্রেটারি একেএম রফিকুল ইসলাম চৌধুরী, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন প্রমুখ।

View in  
পরিবহন শ্রমিকদের ৭ দিন খাবার দিবে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি
top