মোহতারাম/প্রিয় বন্ধু/মুসলিম সাথীগণ
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার বহুৎ বড় মেহেরবানী, আল্লাহতালা আপনাকে ধনী বা ইসলাম মতে মালে নেছাব করেছেন। আল্লাহর ইচ্ছাতেই মানুষ ধনী হয়। ধনীদের জন্য যাকাত প্রদান করা একটি ফরজ ইবাদত । আপনিও নিশ্চয়ই আপনার যাকাতের মাল সঠিক জায়গায়, সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছেন। অনেক সময় সাধারণভাবে মানুষের হাতে কিছু অর্থ তুলে দেওয়ার দ্বারা যাকাত আদায় হয় বটে কিন্তু দরিদ্র মানুষের দারিদ্রতা নিরসনের জন্য কর্মসংস্থান সৃষ্টি অথবা স্থায়ী সম্পদ সৃষ্টি এর মাধ্যমে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব হয় না। যাকাতের হকদার এভাবেই বছরের পর বছর যাকাত অন্বেষণ করে যায়। অথচ সম্মিলিতভাবে যদি তাকে একটু বড় আর্থিক সাহায্য করে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া যায় তবে অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠতে পারে । যাকাত প্রদান কারী যদি একা একজন মানুষের উন্নয়ন করতে চায় অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা ।
এজন্যই কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (www.kfhbd.org) যাকাত প্রদানকারীদের যাকাত সংগ্রহ করে যথাযথ যাচাই-বাছাই করে শরীয়ত সম্মতভাবে যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের কর্মসংস্থান সৃষ্টি অথবা স্থায়ী সম্পদ এর মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার স্থায়ী পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। এর নিরিখে গত বছরের মতো এবছরের রমজানেও কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটির যাকাত কার্যক্রম চলবে ইনশাআল্লাহ । আপনারা যারা আপনাদের যাকাতের সঠিক বিতরণ এর মাধ্যমে দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নের জন্য আগ্রহী তাদেরকে আহবান করছি কে এফ এইচ এর যাকাত কার্যক্রমের সাথে অংশগ্রহণ করুন।
অন্যদিকে আপনিও আপনার নিকটস্থ শরীয়ত সম্মতভাবে যাকাতের হকদার মানুষের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে কে এফ এইচ এর কাছে যাকাত তহবিল হতে সাহায্যের জন্য আবেদন করতে পারেন। আপনার সঠিক তথ্য প্রদান ও যাচাই বাছাই একজন নিভৃতে থাকা প্রকৃত যাকাতের হকদার এর অবস্থার উন্নয়নে অবদান রাখবে। অন্যদিকে যাকাত প্রদানকারীদের পবিত্র ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করনে আপনার সহযোগিতা আপনার নেকির পাল্লা ভারি করবে। আবেদন ফরম ডাউনলোড করতে নিচের লিংকে যান
যাকাত আবেদন ফরম.pdf => shorturl.at/iuBUV
যাকাত আবেদন ফরম.doc => shorturl.at/nqDP2
প্রকৃত যাকাত প্রার্থীদের খুঁজে বের করতে তথ্য দিয়ে আবেদন পত্র পুরন করে আমাদের কাছে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করুন। এক একটা কেস ধরে ধরে আমরা যাচাই বাছাই করব এবং যাকাত প্রদানকারীদের কাছ থেকে যাকাত সংগ্রহের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।
You are donating to : Jakat Fund - 2022
Project Information
- Convener : Muhammad Arshadul Hoque
- Profession : Senior Scientific Officer, Bangladesh Agricultural Research Institute
- Category : Zakat
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH