"এটা একটা ভিন্ন জগত।পানি আর পানি,নদী আর নদী, সাথে মানুষের নিরন্তর যুদ্ধ।"
বাংলাদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার দূর্গম কোদালকাটি ইউনিয়ন এ অদ্য ০২/০৭/২০২২ খ্রীঃ ১৫০ জন বানভাসী পরিবার এর মাঝে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাবার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,পেয়াজ ও লবণ।
ফাউন্ডেশনের পক্ষে সেক্রেটারী জেনারেল জনাব কে,এ,এম,এম,রইসুল ইসলাম উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ আমিনুল ইসলাম বাচ্চু এবং আরডিআরএস বাংলাদেশ এর জোনাল ম্যানেজার জনাব এস এম আনিসুর রহমান।
You are donating to : কুড়িগ্রাম জেলায় ত্রাণ সহায়তা
Project Information
- Convener : Khan Abul Manjur Mohammad Raisul Islam
- Profession : Deputy Director, Microcredit Regulatory Authority
- Category : Food Aid
- Budget : 100000 BDT
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH