পরিবহন শ্রমিকদের সহযোগিতায় কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর প্রকল্পঃ
লকডাউনে সমাজের নানান পেশার মানুষ ক্ষতিগ্রস্ত। তবে সম্ভবত সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত পরিবহন সেক্টর এবং এই সেক্টরের সাথে জড়িত ব্যক্তিবর্গ। বিশেষত পরিবহন শ্রমিকদের অবস্থা এখন খুবই শোচনীয়। বার বার লকডাউনে গাড়ির চাকা বন্ধ তাই পরিবহন শ্রমিকদের আয়-রোজগার বন্ধ। পরিবহন শ্রমিকদের অন্যতম হলো বাসের হেল্পার। স্বল্প আয়ের বাসের হেল্পারদের সঞ্চয় না থাকায় এবং আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কোনো দিন না খেয়ে কিংবা আধবেলা খেয়ে তারা দিন পার করছে। এমন দুঃসময়ে পরিবহন শ্রমিকের পাশে দাড়াচ্ছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)। আজ সরেজমিনে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে কেএফএইচএর নের্তৃবৃন্দ। লকডাউন চলাকালীন সময়ে আগামী ৩০ জুলাই হতে ০৫ আগস্ট, ২০২১ সপ্তাহব্যপী মহাখালী বাস টার্মিনালে ৩০০ পরিবহন শ্রমিকের এক বেলা আহারের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। পাশাপাশি ১০০০ পরিবহন শ্রমিকের অনলাইনে কোভিড ভেক্সিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড প্রিন্ট কপি প্রদানের উদ্যোগ গ্রহণ করবে কেএফএইচ।
মহাখালী বাস টার্মিনালে এই মুহুর্তে প্রায় হাজার খানেক শ্রমিকের খাদ্য সহায়তা প্রয়োজন। কেএফএইচ মাত্র ৩০০ শ্রমিকের ৭ দিনের জন্য একবেলা খাদ্যের আয়োজন করতে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান ও মহানুভব ব্যক্তিগণ কেএফএইচ এর পাশে দাড়ালে আরো অনেক পরিবহন শ্রমিকের এই দুঃসময়ে আমরা খাদ্যের ব্যবস্থা করতে পারি।
এক ব্যক্তির ৭ দিনের খাবারের ব্যায় প্রায় ৫০০ টাকা। অন্তত একজন ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি।
আমাদের একাউন্টসমূহঃ
১। নগদঃ 01797877499 (Merchant Account, নগদ হতে সরাসরি কেএফএইচ এর ব্যাংক একাউন্ট এ জমা হয়)
২। বিকাশঃ 01937775511 (Personal Account), রেফারেন্স এ ' food aid ' লিখবেন।
৩। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
Acc. No. : 191.110.0021873
Acc. Title : Krishibid Foundation for Humanity
Routing No. : 090271094
SWIFT Code : DBBLBDDH
Dutch Bangla Bank Ltd.
Bijayngar Branch, Dhaka.
৪। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Acc. No. : 20501910203255601
Acc. Title : Krishibid Foundation for Humanity
Routing No. : 125263193
Swift Code : ibblbddh191
Islami Bank Bangladesh Ltd.
Mohakhali Branch, Dhaka.
*** টাকা পাঠিয়ে অবশ্যই আমাকে স্কিনশট/ছবি ইনবক্স করবেন।
কেএফেইচ এর ওয়েবসাইটঃ http://www.kfhbd.org/
ফেসবুক পেজঃ https://www.facebook.com/kfhbd.org
You are donating to : পরিবহন শ্রমিকদের পাশে কেএফএইচ
Project Information
- Convener : Dilruba Bedana
- Profession : Owner of Roobis Cube BD, Roobis Cube Bd
- Category : Food Aid
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH