অনেক বছর কেউ এই চরে গরু কোরবানি হতে দেখেনি। ২/১ টি ছাগল কোরবানি হলেও তার আনন্দ ২/১ পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে। কিন্তু এবছর গরু কোরবানি দিয়ে চরের শিশু হতে বৃদ্ধ সকলে ঈদ আনন্দে মেতে উঠলেন।
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি(কেএফএইচ) এবার ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চর শংকরদহ পশ্চিম গ্রামে। প্রতিবছর বন্যা আর নদী ভাংগনে শংকরদহ চরের মানুষ নিশ্বঃ হয়ে পড়েছে। এখানে জীবন মানে যুদ্ধ করে টিকে থাকা। ঈদের আনন্দ কি তা এই প্রজন্মের নিকট অজানা। বয়স্করাও ভুলতে বসেছে।
ঈদের দ্বিতীয় দিনে কেএফএইচ এর উদ্যোগে চর শংকরদহ গ্রামে চরের ৭ জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নামে গরু কোরবানি দেওয়া হয়। গরু কোরবানি, মাংস কাটা ও ভাগাভাগি চরে রিতীমত উৎসবের রূপ ধারন করে। শিশু হতে বৃদ্ধ সকলেই মাংস কাটার স্থানে বসে আনন্দ উপভোগ করছিল। চরের পরিবার প্রতি মাথাপিছু হিসাব করে প্রায় ২ কেজি মাংস দেওয়া হয়। মাংস রান্নার জন্য প্রতি পরিবারে হাফ কেজি তেল, ১ কেজি পিয়াজ, গরম মসলা এবং ১ কেজি করে পোলাও এর চাল বিতরন করা হয়।
ঈদের আনন্দ অন্যের সাথে বিশেষত গরিব দুখির সাথে ভাগ করে নিতে হয়। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এ বছর ঈদের আনন্দ ভাগ করে নিল চর শংকরদহ এর অসহায় মানুষের সাথে। তাদের আনন্দে কেএফএইচ এর সকল সদস্য আনন্দিত।
কার্যক্রমটি সফল বাস্তবায়নে অনেকের অবদান ছিল। তবে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই ফাউন্ডেশনের সেচ্ছাসেবক Md Morshedul Haque কে। তাঁর সঠিক পরিকল্পনায় একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন সম্পন্ন হলো। অসুস্থতা নিয়েও ফাউন্ডেশনের চেয়ারম্যান Monirul Islam Milon অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আয়োজনে উপস্থিত ছিলেন। স্যালুট আপনাকে।
You are donating to : চর শংকরদহ বাসীর সাথে ঈদ আনন্দ
Project Information
- Convener : Dilruba Bedana
- Profession : Owner of Roobis Cube BD, Roobis Cube Bd
- Category : Food Aid
- Budget : 100000 BDT
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH