চর শংকরদহ বাসীর সাথে ঈদ আনন্দ
অনেক বছর কেউ এই চরে গরু কোরবানি হতে দেখেনি। ২/১ টি ছাগল কোরবানি হলেও তার আনন্দ ২/১ পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে। কিন্তু এবছর গরু কোরবানি দিয়ে চরের শিশু হতে বৃদ্ধ সকলে ঈদ আনন্দে মেতে উঠলেন।
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি(কেএফএইচ) এবার ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চর শংকরদহ পশ্চিম গ্রামে। প্রতিবছর বন্যা আর নদী ভাংগনে শংকরদহ চরের মানুষ নিশ্বঃ হয়ে পড়েছে। এখানে জীবন মানে যুদ্ধ করে টিকে থাকা। ঈদের আনন্দ কি তা এই প্রজন্মের নিকট অজানা। বয়স্করাও ভুলতে বসেছে।
ঈদের দ্বিতীয় দিনে কেএফএইচ এর উদ্যোগে চর শংকরদহ গ্রামে চরের ৭ জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নামে গরু কোরবানি দেওয়া হয়। গরু কোরবানি, মাংস কাটা ও ভাগাভাগি চরে রিতীমত উৎসবের রূপ ধারন করে। শিশু হতে বৃদ্ধ সকলেই মাংস কাটার স্থানে বসে আনন্দ উপভোগ করছিল।  চরের পরিবার প্রতি মাথাপিছু হিসাব করে প্রায় ২ কেজি মাংস দেওয়া হয়। মাংস রান্নার জন্য প্রতি পরিবারে হাফ কেজি তেল, ১ কেজি পিয়াজ,  গরম মসলা এবং ১ কেজি করে পোলাও এর চাল বিতরন করা হয়।
 
ঈদের আনন্দ অন্যের সাথে বিশেষত গরিব দুখির সাথে ভাগ করে নিতে হয়। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এ বছর ঈদের আনন্দ ভাগ করে নিল চর শংকরদহ এর অসহায় মানুষের সাথে। তাদের আনন্দে কেএফএইচ এর সকল সদস্য আনন্দিত।
 
কার্যক্রমটি সফল বাস্তবায়নে অনেকের অবদান ছিল। তবে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই ফাউন্ডেশনের সেচ্ছাসেবক Md Morshedul Haque কে। তাঁর সঠিক পরিকল্পনায় একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন সম্পন্ন হলো। অসুস্থতা নিয়েও ফাউন্ডেশনের চেয়ারম্যান Monirul Islam Milon অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আয়োজনে উপস্থিত ছিলেন। স্যালুট আপনাকে।
This project has been finished. No Donation is Needed Now

Project Information

  • portfolio

    শংকরদহ গ্রামে পৌছানো

  • portfolio

    যাত্রা পথে

  • portfolio

    বিতরণের জন্য জবাইকৃত গরু ভাগ করা

  • portfolio

    বিতরণের জন্য জবাইকৃত গরু ভাগ করা

  • portfolio

    যাত্রা পথে

  • portfolio

    বিতরণের জন্য অন্যান্য সামগ্রী

  • portfolio

    প্রয়োজনীয় দ্রবাদি নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া

  • portfolio

    বিতরণের জন্য সকল সামগ্রী

  • portfolio

    গ্রামবাসীর মাঝে কোরবানির গরুর মাংস ও অন্যান্য সামগ্রী বিতরণ

  • portfolio

    প্রয়োজনীয় দ্রবাদি নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া

  • portfolio

    লিস্ট প্রস্তুতি

  • portfolio

    গ্রামবাসীর মাঝে কোরবানির গরুর মাংস ও অন্যান্য সামগ্রী বিতরণ

  • portfolio

    কাজের ফাকে ঝাল্মুড়ি খাওয়া

  • portfolio

    কোরবানির পর মাংস প্রস্তুতি

  • portfolio

    কোরবানির পর মাংস প্রস্তুতি

  • portfolio

    কোরবানির পর মাংস প্রস্তুতি

  • portfolio

    মাংস ভাগ করা হচ্ছে

  • portfolio

    অন্যান্য দ্রবাদি মাপা হচ্ছে

  • portfolio

    আলাদা আলাদা ব্যাগে প্রয়োজনীয় দ্রবাদি

  • portfolio

    চরবাসীদের মাঝে কোরবানির মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ

top