এবারের কেএফএইচ এর ঈদ আনন্দ ব্যপক সমাদৃত হয়েছে। ঈদ আনন্দ হতে বঞ্চিত জনগোষ্ঠির সাথে ঈদের আনন্দ শেয়ার ছিল মূল লক্ষ্য। পরিকল্পনা ছিল কোরবানীর মাংস সংগ্রহ এবং বিরায়ানী রান্না করে পথশিশু ও চরম অভাবীদের মাঝে বিতরণ। পরে হাসপাতালের রোগীদের বিষয়টি এড করা হয়। ঈদের ৬/৭ দিন আগে কার্যনির্বাহী কমিটি যখন এই প্রকল্প গ্রহণ করে সময় স্বল্পতার কারনে আমরা এর সফল বাস্তবায়ন নিয়ে একটু দ্বিধায় ছিলাম। কিন্তু প্রোগ্রাম ডিক্লিয়ারের পর হতে চারদিক হতে যেভাবে সকলের সহায়তা ও সমর্থন পাওয়া শুরু হলো তাতে করে আমাদের কাজের গতি ও উৎসাহ বেড়ে গেল। অনেক সদস্য কিংবা শুভাকাঙ্খির আর্থিক বা অন্যান্য কন্ট্রিবিউশন ছিল। স্পেশালি দুজনের কথা আলাদা করে বলতেই হয়। বন্ধুবর ও সদস্য Muhammad Waheduzzaman ও সিরাজুল ইসলাম এর বেশ ভাল একটি আর্থিক কন্ট্রিবিউশন ছিল প্রোগ্রাম বাস্তবায়নে। Dilruba Bedana এর নের্তৃত্বে একটি কমিটি করে দিয়েছিলাম প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। কমিটির ভেতর ও বাহির হতে অনেকের দারুন পারফর্মেন্স ও ডেডিকেশন ছিল। যে বিষয়টি আমাকে সবচাইতে মুগ্ধ করেছে তা হলো দারুন একটি টিম ওয়ার্ক। অর্থ সংগ্রহ, হিসাব আপডেট, পিক-আপ ভাড়া, কেএফএইচ এর লগো প্রিন্টসহ খাবারের বক্স অর্ডার, মিরপুর-মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কাফরুল, ফার্মগেইট, গুলশান, মহাখালী, বনশ্রী, মানিকনগর, কমলাপুর, সদরঘাট ইত্যাদি এলাকা হতে মাংস সংগ্রহ, বাজার ও রান্নার আয়োজন, সনাতনধর্মাবলীদের জন্য পৃথক আয়োজন, বিতরণ, ভার্চুয়াল মিটিং আয়োজন, পরিকল্পনা ও খুটিনাটি বিশ্লেষণ , চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও ওভারকাম প্ল্যানিং, কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া আর কতো কি। কমিটি ও কমিটির বাহিরে যারা এই কার্যক্রমে যুক্ত ছিল তাদের টিম ওয়ার্ক ও দায়িত্ববোধ ছিল অসাধারন। দারুন পেশাদারিত্বের পরিচয় দিয়েছে সবাই।
You are donating to : কেএফএইচ ইদ আনন্দ ২০২১
Project Information
- Convener : Dilruba Bedana
- Profession : Owner of Roobis Cube BD, Roobis Cube Bd
- Category : Food Aid
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH