৩০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প
মানুষ মানুষের জন্য, সিলেটের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা তে এগিয়ে এসেছে Krishibid Foundation for Humanity -KFH এবং Treatment comunity এর যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা।
 
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি ও ট্রিটমেন্ট কমিউনিটির যৌথ পরিচালনায় ২৪ জুন, ২০২২ ইং  তারিখে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন এর সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত  ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। এসময় ত্রান-সহায়তা হিসেবে চাল, ডাল,আলু,পিঁয়াজ,  লবণ, ডিম, তেল, বিস্কুট,  স্যালাইন, মোমবাতি, ঔষধ এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন  বিতরণ করা হয়। এসময় কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর চেয়ারম্যান এবং  ট্রিটমেন্ট কমিউনিটি এর প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলনসহ, কে,এ,এম,এম,রইসুল ইসলাম, নিয়াজ মোর্শেদ আবির, নাইমুল ইসলাম, রেজাউল করিম, রবিউল ইসলাম প্রমুখ  সংগঠন দুইটির ,নেত্রীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ভলেন্টিয়াগন উপস্থিত থেকে খাদ্যসামগ্রী  বিতরণ করেন। ডাঃ ফারহা আন্দালিব এর নের্তৃত্বে রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
 
যারা সহায়তা করেছেন, উৎসাহ দিয়েছেন সকলকে ধন্যবাদ। বন্যা পরবর্তী পূণরবাসন এবং দেশের অন্যান্য বন্যা কনলিত এলাকায়ও আমাদের সীমিত প্রচেষ্টায় আপনাদের সহযোগীতায় মানুষগুলোর পাশে থাকতে চাই।
This project has been finished. No Donation is Needed Now

Project Information

  • portfolio

    বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার

  • portfolio

    খাদ্য সামগ্রী

  • portfolio

    খাদ্য সামগ্রী বিতরণ

  • portfolio

    খাদ্য সামগ্রী

  • portfolio

    খাদ্য সামগ্রী বিতরণ

  • portfolio

    ঔষধ সামগ্রী

  • portfolio

    ঔষধ সামগ্রী

  • portfolio

    মেডিকেল ক্যাম্প

  • portfolio

    মেডিকেল ক্যাম্প

  • portfolio

    মেডিকেল ক্যাম্প

  • portfolio

    খাদ্য সামগ্রী গ্রহন করে ঘরমুখী মানুষ

  • portfolio

    আনাবিল হাসি

  • portfolio

    অনাবিল হাসি

  • portfolio

    অনাবিল হাসি

top