করোনাকালীন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে 'কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'

গোপালগঞ্জে কর্মহীন পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

Published by Jul 15, 2021

করোনাকালীন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে 'কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গোপালগঞ্জসহ দেশব্যাপী এ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। এ পর্যন্ত গোপালগঞ্জে ১১টি পরিবার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিদরিদ্র শতাধিক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল ১ কেজি, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান।

সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৫০ জন সদস্য নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে সংগঠনটি যাত্রা শুরু করে। সদস্যদের অনুদান দিয়ে এ পর্যন্ত দরিদ্র পরিবারের ভরপোষণের জন্য ২১ ব্যক্তিকে রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, দোকানের মালামাল ক্রয়, ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা করা হয়েছে। এ ছাড়া দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।

তিনি আরো বলেন, আগামীতে দেশের বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত এলাকা বাছাই করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, মফস্বল থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হবে।

View in  
করোনাকালীন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে 'কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'
top