গোপালগঞ্জে কর্মহীন পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা
করোনাকালীন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে 'কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গোপালগঞ্জসহ দেশব্যাপী এ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। এ পর্যন্ত গোপালগঞ্জে ১১টি পরিবার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিদরিদ্র শতাধিক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল ১ কেজি, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান।
সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৫০ জন সদস্য নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে সংগঠনটি যাত্রা শুরু করে। সদস্যদের অনুদান দিয়ে এ পর্যন্ত দরিদ্র পরিবারের ভরপোষণের জন্য ২১ ব্যক্তিকে রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, দোকানের মালামাল ক্রয়, ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা করা হয়েছে। এ ছাড়া দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।
তিনি আরো বলেন, আগামীতে দেশের বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত এলাকা বাছাই করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, মফস্বল থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হবে।