শামসুল ইসলাম, বয়স ১৮। সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বাবা গরিব কৃষক। বাবার একার আয়ে সংসার চলে না তাই শামসুল লেখাপড়া বাদ দিয়ে বাবার মতো কৃষি কাজে নেমে পড়ে। ৪/৫ মাস আগে শামসুল অসুস্থ হয়ে পড়ে। তার নাক, মুখ, কান ও পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছিল। মরনব্যাধী ব্লাড ক্যান্সার তার দেখে বাসা বাঁধে। তার ব্যয়বহুল চিকিৎসার ব্যয় ম্যনেজ করা গরিব পিতার জন্য অসম্ভব। সে সিলেটে মানুষ জনের নিকট টাকা সংগ্রহের জন্য চেস্টা করছে। বর্তমানে সে ইবনেসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম এর অনুরোধে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি এর রোগী সহায়তা প্রকল্প কেএফএইচ স্পন্দন এর ফান্ড হতে শামসুল ইসলাম এর চিকিৎসায় ২০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। আমাদের এই সহায়তা শামসুলের মাত্র ৪/৫ দিন চিকিৎসা চালিয়ে নিতে পারবে। তার পরিবার ৪/৫ দিন সময় পেল টাকা সংগ্রহের জন্য। এর আগেও কারো কারো সহায়তায় এতোদিন চিকিৎসা চালিয়ে যাচ্ছে। পরিবার চেস্টা চালিয়ে যাচ্ছে টাকা সংগ্রহের। জানিনা তাঁরা চিকিৎসা শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারবেন নাকি টাকার অভাবে ঝড়ে যেতে হবে শামসুল ইসলামকে।
দোয়া রইল শামসুল ইসলামের সুস্থতার জন্য। এতো অল্প বয়সে তাকে যেন হারিয়ে যেতে না হয় এই পৃথিবী হতে।
KFH ও Treatment Community এর যৌথ উদ্যোগে দরিদ্র ক্যান্সার রোগীর জন্য ৪৯৫১০ টাকা সহায়তা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শামসুল ইসলাম কে তার চিকিৎসক Dr Manirul Islam এর অনুরোধে Krishibid Foundation for Humanity - KFH এর রোগী সহায়তা প্রকল্প "কেএফএইচ স্পন্দন" হতে ২০, ০০০ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। এ সংক্রান্ত এক পোস্ট এ ট্রিটমেন্ট কমিউনিটির অনেক সদস্য শামসুল ইসলাম কে সহায়তার আগ্রহ প্রকাশ করে এবং বিকাশ নম্বর প্রদানের অনুরোধ করেন। গ্রুপে পূনরায় বিকাশ নম্বর দিয়ে পোস্ট দেওয়া হলে ট্রিটমেন্ট কমিউনিটি এর সদস্যরা শামসুল ইসলাম এর চিকিৎসা সহায়তায় ২৯,৫১০ টাকা সহায়তা প্রদান করেন। ডা. মনিরুল ইসলামের সহযোগীতায় বিকন ফার্মা হতে ৩৯৩০০ টাকার মেডিসিন ২৭০০০ টাকায় ডিসকাউন্ট মুল্যে কিনে দেওয়া হয়েছে। আমাদের প্রদত্ত টাকা রোগীর ক্যান্সার মেডিসিন ক্রয়ে ব্যবহার হবে।