দশের যাকাতের টাকায় শাহানারার ছাগল পালন

শাহানারা পারভীন (৫৬) নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। তার স্বামী অসুস্থতার জন্য কাজ করতে অসমর্থ। এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তাদের। সন্তানেরা নিজ নিজ পরিবার নিয়ে আলাদা থাকেন এবং বাবা-মার দেখাশুনা/ভরন পোষনের সৌভাগ্য আল্লাহ তাদেরকে দেননি। শাহানারা পারভীন বৃদ্ধ বয়সে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অসুস্থতার কারনে রেগুলার কাজ করতে পারেন না বা খুব বেশি কাজ করতে পারেন না। তার আয় অত্যন্ত সীমিত এবং স্বামীসহ সংসার চালাতে তার বেশ কষ্ট হয়। চরম অভাব আর দারিদ্রতা জড়িয়ে আছে এই পরিবারকে ঘিরে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামিদুর রহমানের অনুরোধে এই পরিবারকে সহায়তা করতে এগিয়ে আসে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ)। কেএফএইচ যাকাত ফান্ড হতে এই পরিবারকে ২০,০০০ টাকা প্রদান করে ছাগল ক্রয়ের জন্য। ছাগল লালন পালন করে  বাড়তি আয়ের মাধ্যমে এই পরিবারের দারিদ্রতার প্রকট দূর করতে এই উদ্যোগ। তারা কেএফএইচ এর যাকাতের টাকায় ০৩ টি ছাগল ক্রয় করেছে। হাসি ফুটে উঠুক এই বৃদ্ধ পরিবারের সংসারে। আর তাদের সন্তানদের আল্লাহ সুমতি দিক যেন বাবা-মা এর সেবা করার সৌভাগ্য তাদের হতে পারে। সকল সন্তানের জন্য এই দোয়া রইল।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top