দশের যাকাতে বাবুল মিয়ার পাশে দাঁড়ালো কেএফএইচ

মোঃ বাবুল মিয়া,পিত‌া ইদু মিয়া, মাতাঃ মাহমুদা, গ্রামঃ হয়বতনগর, পোঃ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে। তিন মেয়ে ও এক ছেলের জনক। অভাবের সংসারে করোনার কারনে ৬ সদস্যের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।অন্যের রিক্সা ভাড়া করে সারাদিন ২০০-৩০০ টাকা উপার্জন হলেও প্রতিদিন রিক্সার মালিকের টাকা ও রিক্সার চার্জ বাবদ যে টাকা তা দিলে আর তেমন কিছু থাকেনা। এই সংসারের স্থায়ী কর্ম  সংস্থানের জন্য এগিয়ে আসে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি তাদের যাকাত তহবিল নিয়ে। ব্যাটারী চালিত সম্পুর্ন নতুন একটি রিকশা কিনে দিয়েছে কেএফএইচ এর যাকাত তহবিল।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top