দশের যাকাতে লাভলুর সংসার এখন অভাবমুক্ত

জামালপুরের লাভলু মিয়া স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। মেয়ে লাবন্য (১০) তৃতীয় শ্রেনীতে পড়ে। ছেলে হোসেন (১৫) মানষিক প্রতিবন্ধি। লাভলু দিনমজুরের কাজ করে। কিন্তু কিছু অসুস্থতার কারণে ভারী কাজ সে করতে পারে না। আবার প্রতিদিন কাজ থাকে না। যেদিন কাজ নেই সেদিন তার কোন আয় নেই। স্ত্রী রেহানা অন্যের বাসাবাড়িতে কাজ করে তার অভাবী সংসারে কিছু অবদান রাখতে চায়। কিন্তু প্রতিবন্ধি ছেলের কারনে সবাই কাজ নিতে চায় না। আবার মানিষিক প্রতবন্ধি ছেলের কারনে দীর্ঘ  সময়ে অন্যের বাড়িতে অবস্থান তার জন্য দূরহ। ১০ বছরের মেয়া লানণ্য অন্যের বাড়িতে কাজ করলে কিছু আয়-রোজগার হয়। কিন্তু অনেক ছোট ও আদরের মেয়ে  লাবন্য।  শত কস্টেও তারা মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছে।  কিন্তু সংসার তাদের কিছুতেই চলছে না।
এই সংসারের স্থায়ী কর্ম সংস্থানের জন্য এগিয়ে আসে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএই) তাদের জাকাত তহবিল নিয়ে। ২৫০০০ টাকায় তাকে একটি ব্যাটারী চালিত সেকেন্ড হ্যান্ড (প্রায় নতুনের মতো) রিকশা কিনে দিল কেআফএইচ এর জাকাত তহবিল। যেহুতূ লাভলুরভ জন্য ভারি কাজ কস্টকর, অটোরিক্সা চালিয়ে সহজে সে জীবীকা নির্বাহ করতে পারবে। এভাবে তার একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করা সম্ভব হলো। এখন তাদের সংসারের হাসিই বলে দিচ্ছে তাদের সুখের কথা।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top