দশের যাকাতে গাজীপুরের সোহাগ এখন ঋণমুক্ত

গাজীপুরের সোহাগ, পেশায় একজন অটোরিক্সা চালক। স্ত্রী, ২ সন্তানের পাশাপাশি ছোট ভাই তার উপর নির্ভরশীল। সংসার চালাতে একটি এনজিও হতে ঋণ নিয়ে অটোরিকশা ক্রয় করে। সেই অটোরিকশা চালিয়েই ঋণের কিস্তু পরিশোধ করে বাকী অর্থ দিয়ে সংসার চলে যেত। কিন্তু কোভিড সিচুয়েশনে তার আয়-রোজগার অনেক কমে যায়। বাড়িভাড়া ও অনেক কাটসাট করে সংসার খরচ চালিয়ে প্রতি সপ্তাহে ১০০০ টাকা কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। ঋণপ্রদানকারী এনজিও প্রচন্ড চাপ প্রদান করে কিস্তি পরিশোধের জন্য। তারা অটোরিকশা আটক করার ভয় দেখায়। চোখে অন্ধকার দেখেন সোহাগ। অটো বিক্রি ছাড়া আর কোন গতি নেই। কিন্তু অটো বিক্রি করলে যে তার সংসার পথে বসবে! না খেয়ে থাকতে হবে পরিবারের সদস্যদের।

দিশেহারা সোহাগের সাহায্যে এগিয়ে আসে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) তাদের যাকাত তহবিল নিয়ে। কেএফএইচ সোহাগের ঋণ পরিশোধের জন্য ২০,০০০ টাকা প্রদান করে। সোহাগ আজ ২২০০০ টাকা কিস্তি প্রদান করে। এনজিওতে তার বকেয়া ও সঞ্চয় যোগ-বিয়োগ করলে এখন উলটো সোহাগ টাকা পাবে এনজিও এর নিকট হতে।

সোহাগ এখন চাপ মুক্ত, কিস্তি নিয়ে তার আর কোন ভয় নেই। অটোরিকশা আর কেউ আটক করতে পারবে না কিংবা নিজেকেও তা বিক্রি করতে হবে না। আপাতত রিকশা চালিয়ে অর্জিত আয় দ্বারা কোনভাবে সংসার চালিয়ে নিতে পারবেন। আর আশায় আছেন করোনার সময় কাটিয়ে উঠার।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top