শামসু মিয়া, বয়স ৬৮, পেশায় রিক্সা চালক। মাদারপুর শিবপুরে তার গ্রামের বাড়ি। নদী ভাঙ্গনে অনেক আগেই গ্রামের বাড়ি বিলীন। ঢাকায় ভ্যানে করে জামা-কাপড় বিক্রি করে ১০/১২ বছর সংসার চালিয়েছে। মেরাদিয়ার মধ্য পাড়ায় তার বসবাস। সন্তান বলতে ২ মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে। তাকে দেখার মতো কেউ নেই ফলে অসুস্থ স্ত্রীসহ জীবিকা নির্বাহের জন্য তাকে কাজ করেই খেতে হয়।
করোনার থাবায় আয় বন্ধ হয়ে যাওয়ায় গত বছরেই ভ্যান বিক্রি করতে বাধ্য হয়। চালানের টাকা একসময় শেষ হয়ে আসে। পেট চালাতে মহাজনের নিকট হতে রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে। তবে বয়স পারমিট করে না, খুব কস্ট হয় রিক্সা চালাতে। একটি ভ্যান আর কিছু টাকা হাতে পেলে তার পুরাতন পেশায় ফিরে যেতে চায়। ভ্যান নিয়ে বিভিন্ন যায়গায় ছায়ার মধ্যে বসে সে জামা কাপড় বিক্রি করতে পারে। ১৫/২০ হাজার টাকায় তার স্বপ্ন পূরণ হতে পারে।
ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কিছু মানবিক মানুষের কল্যাণে তার স্বপ্ন বাস্তবে রূপ নিল। সামছু মিয়ার সাথে পরিচয়ের ২৪ ঘন্টার মধ্যে তার হাতে একটি ভ্যান তুলে দিতে সক্ষম হলাম। পাশাপাশি ব্যবসা করার জন্য নগদ ১০,০০০ টাকা।
You are donating to : দশের যাকাতের টাকায় এক স্বপ্ন পূরণ
Project Information
- Convener : Khan Abul Manjur Mohammad Raisul Islam
- Profession : Deputy Director, Microcredit Regulatory Authority
- Contact No : 01674064485
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH