অসহায় মোসা: রুমানা খানম কে সেলাই মেশিন দিয়ে সহায়তা
গোপালগঞ্জের মোসা: রুমানা খানম-কে তালাক দিয়ে স্বামী অন্যত্র আরোও একটি বিয়ে করে। দুই সন্তানের মধ্যে একজনকে রেখে গেলে তাকে নিয়ে বাবার বাড়ীতে আশ্রয় নেয় রুমানা। নিজের পায়ে দাঁড়াবার প্রত্যয়ে একটি মাদ্রাসায় নাম মাত্র বেতনে খন্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং যত সামান্য পারিশ্রমিকে করছেন ০২টি টিউশনি। নিজের পায়ে দাড়াতে রুমানা যুব উন্নয়ন থেকে শিখেছেন সেলাইয়ের কাজ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে পড়াশোনা করছেন।
 
কিন্তু সন্তানও নিজের ভরণ পোষণের সংস্থান করতে না পেরে বাসা বাড়িতে কাজ খুঁজতে গেলে তার এ অসহায়ত্বের তথ্যাদি জানা যায়। স্বনির্ভর হওয়ার জন্য রুমানাকে কেএফএইচ এর যাকাত ফান্ড হতে একটি সেলাই মেশিন ক্রয়ের আর্থিক সহায়তার সুপারিশ করা হলে তাকে ১৫,০০০/- প্রদান করা হয়। তা দিয়ে তিনি একটি মটরচালিত সেলাই মেশিন এবং কিছু থান কাপড় ক্রয় করেছেন। কর্মঠ, আত্মপ্রত্যয়ী রুমানাদের জীবন সংগ্রামে পাশে থেকে তাদেরকে স্বনির্ভর করার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে কেএফএইচ।
 
তথ্যাদি সংগ্রহ ও যাচাই সাপেক্ষে যাকাতের হকদার হওয়ায় তাকে যাকাত ফান্ড হতে সহায়তা করার সুপারিশ করেছেন মিজ সীমা হালদার, কার্যনির্বাহী সদস্য, কেএফএইচ। উক্ত কার্যক্রম বাস্তবায়নে সীমা হালদার-এর সাথে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য এস এম আশিকুর রহমান, মনিরুল ইসলাম মিলন এবং আসলাম হোসেন শেখ। ধন্যবাদ সকলকে।
This case has been finished. No Donation is Needed Now.

Project Information

  • portfolio

    জামালপুরের ৬০ উর্ধ্ব মোহাম্মদ মিয়ার উদ্দিন শেখ এর দোকানের মালামাল ক্রয়

  • portfolio

    যাকাত ফান্ড ২০২৩ থেকে সহায়তা

  • portfolio

    ঋণ পরিশোধের মাধ্যমে স্বনির্ভর হওয়ার স্বপ্নে বিভোর মো: সুলতান

  • portfolio

    জোহরা খাতুন কে যাকাত ফান্ড ২০২৩ হতে ছাগল বিতরণ

  • portfolio

    ইয়াসমিন বেগমকে যাকাত ফান্ড ২০২৩ হতে ছাগল বিতরণ

  • portfolio

    ইন্জিন চালিত ভ্যান মালিক কিশোরগন্জের তাড়াইল উপজেলার আজিজুল ভাই

  • portfolio

    জামালপুরের রাজিয়া সুলতানাকে ব্যবসা পরিচালনা করার জন্য পুজি সহায়তা

  • portfolio

    জামালপুরের মো: আশরাফ আলীকে ভ্যান উপহার

  • portfolio

    গোপালগঞ্জের মোসা: রুমানা খানম-কে সেলাই মেশিন উপহার

  • portfolio

    রংপুর জেলার মো: রায়হান আলীকে ভ্যান প্রদান

  • portfolio

    কেএইচএফ এর যাকাত কর্মসূচী-২০২৩ থেকে ৩০,০০০ টাকার মালামাল ক্রয়

  • portfolio

    যাকাতে স্বনির্ভর করার লক্ষ্যে রাহেনা বেগমকে দুটি ছাগল কিনে দেয়া হয়

top