জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর-সরিষাবাড়ী গ্রামের বাসিন্দা জনাব মো: আশরাফ আলী। তার কোন জমি-জমা নেই, অন্যের কাছ থেকে ভ্যান ভাড়া নিয়ে জিনিষপত্র আনা নেয়ার কাজ করেন। ভ্যান মালিকের জমা শেষে যত সামান্য টাকা দিয়ে তিন কন্যাসহ ০৫ সদস্য বিশিষ্ট সংসারের ভরণ পোষণে নিদারুণ অসহায় তিনি। অনেক কষ্টে চলে সংসার। যাকাতের হকদার এই পরিবারটির পাশে দাড়িয়েছে কেএফএইচ। ২০২৩ এর যাকাত ফান্ড হতে ২০,০০০/- আর্থিক সহায়তার সাথে আরোও ৩,০০০/- যোগ করে মোট ২৩,০০০/- দিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানগাড়ী ক্রয় করেছেন।
জনাব মো: আশরাফ আলী-কে স্বনির্ভর করার লক্ষ্যে যাকাতের হকদার মর্মে সুপারিশ করেছেন মিজ শামীমা মিলি, কার্যনির্বাহী সদস্য, কেএফএইচ। মিলি’র তত্ত্বাবধায়নেই এ কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
You are donating to : নিজের ভ্যান দিয়ে পরিবারের আয় বৃদ্ধির আশায় মো: আশরাফ আলী
Project Information
- Convener : M Ashraf Uddin
- Profession : Manager, Security Operations, Dhaka Power Distribution Company Limited
- Contact No : 01730335359
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH