আলহামদুলিল্লাহ! আপনাদের পাঠানো যাকাত দিয়ে গঠিত কেএফএইচ যাকাত ফান্ড থেকে জামালপুরের রাজিয়া সুলতানা এর জন্য কিছুটা স্বস্তি আর অর্থনৈতিক স্বচ্ছলতার লক্ষ্যে সহায়তার হাত বাড়ায় কেএফএইচ।
রাজিয়া সুলতানার স্বামী পক্ষাঘাতগ্রস্ত/হুইল চেয়ারে বন্দী এবং কিডনি রোগী ও স্ট্রোক করার কারণে কথা বলতে পারেন না। এক সময়ের স্বচ্ছল এই পরিবারটি এখন অসহায়। কোন জমি জমা নেই, শেষ সম্বল ভিটেতে ঋণ করে টিনের ঘর তৈরী করেছেন। তিনি পূর্বে গার্মেন্টসে কাজ করলেও স্বামীকে দেখাশোনার জন্য ছেড়েছেন চাকরি, নিজের বাড়িতেই সেলাই মেশিনে টেইলারিং করে জীবন নির্বাহ করছিলেন। কিন্তু স্বামীর চিকিৎসা আর দুই মেয়ের মধ্যে পরীক্ষার্থী ছোট মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে টেইলারিং এর পাশাপাশি কাপড়ের ব্যবসার জন্য কেএফএইচ যাকাত ফান্ড-২০২৩ হতে আর্থিক সহায়তার সুপারিশ করা হয়।
এলাকায় আমাদের সংশ্লিষ্ট সদস্যের মাধ্যমে যাকাত কমিটি পূর্নাঙ্গ তথ্য যাচাই করে রাজিয়া সুলতানাকে কাপড় ক্রয়ে ২০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুপারিশকারী ও বাস্তবায়নকারী- শামীমা মিলি, কার্যনির্বাহী সদস্য, কেএফএইচ।
You are donating to : জামালপুরের রাজিয়া সুলতানার কাপড়ের ব্যবসার জন্য যাকাত ফান্ড-২০২৩ হতে আর্থিক সহায়তা
Project Information
- Convener : M Ashraf Uddin
- Profession : Manager, Security Operations, Dhaka Power Distribution Company Limited
- Contact No : 01730335359
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH