কেএফএইচের যাকাতে স্বনির্ভরতা কার্যক্রমের সহায়তায় ইন্জিন চালিত ভ্যান মালিক হয়ে গেল কিশোরগন্জের তাড়াইল উপজেলার আজিজুল ভাই। KFH এর যাকাত ফান্ড থেকে ২০০০০টাকা, ৫০০০ টাকা আড়তের মালিক দান করেছে, আর বিক্রেতা ৫০০০ টাকা কম রেখেছে, আলহামদুলিল্লাহ।
তিনটি প্রতিবন্ধী সন্তানের ভরনপোষণ আর সহায় সম্বলহীন মো: আজিজুল ভাইয়ের অন্যের ভ্যান ভাড়া নিয়ে বাজারে জিনিসপত্র আনা নেওয়ায় কতোইবা আয় হতো! নিত্য দিনের চাহিদা পূরণ তাই ভীষণ কষ্টকর হয়ে পড়েছিলো। Krishibid Foundation For Humanity-KFH এর যাকাত কর্মসূচীর মাধ্যমে আজিজুল ভাইকে স্বাবলম্বী করার প্রয়াস।
You are donating to : তিনটি প্রতিবন্ধী সন্তানের বাবা মো: আজিজুল ভাইয়ের পাশে দাড়ালো কেএফএইচ
Project Information
- Convener : M Ashraf Uddin
- Profession : Manager, Security Operations, Dhaka Power Distribution Company Limited
- Contact No : 01730335359
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH