ময়মনসিংহস্থ চরে বাসকারী দুইজন অসহায় নারীর পাশে দাড়ালো কেএফএইচ
আলহামদুলিল্লাহ্! ময়মনসিংহস্থ গৌরিপুরের (বাকৃবির কোল ঘেষে বয়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র নদের পাড়ে অবস্থিত) ইয়াসমিন বেগম এবং জোহরা খাতুন, একজনের স্বামী প্যারালাইজড এবং আরেকজনের স্বামী অসুস্থ। পারিবারিক অস্বচ্ছলতায় শুধুমাত্র ভিটে বাড়ি সম্বল পরিবার দুটোর জীবন নির্বাহ করা কঠিন। জীবনমান উন্নত করার উল্লেখযোগ্য কোন জীবিকার সন্ধান না থাকায় তারা ছাগল পালনে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তাদের আশেপাশে পর্যাপ্ত চারণভূমি থাকায় তাদের চাহিদানুযায়ী ছাগল পালনের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতায় কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ করার প্রচেষ্টা। কেএফএইচ যাকাত ফান্ড থেকে তাদের প্রত্যেককে ২টি করে ছাগল ক্রয় করে দেয়া হয়েছে।
 
এ কেস দু’টির সুপারিশকারী এবং বাস্তাবায়নকারী প্রফেসর ড. আরিফ হাসান খান রবিন (Arif Hasan Khan Robin), বাকৃবি-কে কেএফএইচ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
 
যাকাতের হকদার প্রথমেই যেমন গরীব আত্মীয় স্বজন অতঃপর প্রতিবেশী থাকে তেমনি আশেপাশে আমাদের নজড়ে থাকা সহায় সম্বলহীনরা প্রাধান্য পান।সেই কারনেই কেএফএইচ ও আপনাদেররকেও উৎসাহিত করে ইসলামের এই মাসালা অনুসরণ করার জন্য। অতঃপর আমাদের আহ্বান থাকে আপনাদের কাছে যারা আমাদের কার্যক্রমে আস্থাশীল হয়ে এবং সঠিক/উপযুক্ত হকদার যাকাতের হকদারী ব্যক্তিকে খুঁজে দিতে। তারই ধারাবাহিকতায় কেএফএইচ সদস্যদের আমরা অনুরোধ করি তার পরিচিত মন্ডলে যাকাতের হকদার ব্যক্তির খোঁজ নিতে। নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে সমস্ত তথ্য এবং ভোটার আইডি সহ কমিটির যাচাই বাছাই পূর্বক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বচ্ছতা আর জবাবদিহিতায় বিশ্বাসী KFH তার সীমিত পরিসরে এই কার্যক্রম পরিচালনা করার প্রয়াসে আপনাদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করছে।
This case has been finished. No Donation is Needed Now.

Project Information

  • portfolio

    জামালপুরের ৬০ উর্ধ্ব মোহাম্মদ মিয়ার উদ্দিন শেখ এর দোকানের মালামাল ক্রয়

  • portfolio

    যাকাত ফান্ড ২০২৩ থেকে সহায়তা

  • portfolio

    ঋণ পরিশোধের মাধ্যমে স্বনির্ভর হওয়ার স্বপ্নে বিভোর মো: সুলতান

  • portfolio

    জোহরা খাতুন কে যাকাত ফান্ড ২০২৩ হতে ছাগল বিতরণ

  • portfolio

    ইয়াসমিন বেগমকে যাকাত ফান্ড ২০২৩ হতে ছাগল বিতরণ

  • portfolio

    ইন্জিন চালিত ভ্যান মালিক কিশোরগন্জের তাড়াইল উপজেলার আজিজুল ভাই

  • portfolio

    জামালপুরের রাজিয়া সুলতানাকে ব্যবসা পরিচালনা করার জন্য পুজি সহায়তা

  • portfolio

    জামালপুরের মো: আশরাফ আলীকে ভ্যান উপহার

  • portfolio

    গোপালগঞ্জের মোসা: রুমানা খানম-কে সেলাই মেশিন উপহার

  • portfolio

    রংপুর জেলার মো: রায়হান আলীকে ভ্যান প্রদান

  • portfolio

    কেএইচএফ এর যাকাত কর্মসূচী-২০২৩ থেকে ৩০,০০০ টাকার মালামাল ক্রয়

  • portfolio

    যাকাতে স্বনির্ভর করার লক্ষ্যে রাহেনা বেগমকে দুটি ছাগল কিনে দেয়া হয়

top