আলহামদুলিল্লাহ্! ময়মনসিংহস্থ গৌরিপুরের (বাকৃবির কোল ঘেষে বয়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র নদের পাড়ে অবস্থিত) ইয়াসমিন বেগম এবং জোহরা খাতুন, একজনের স্বামী প্যারালাইজড এবং আরেকজনের স্বামী অসুস্থ। পারিবারিক অস্বচ্ছলতায় শুধুমাত্র ভিটে বাড়ি সম্বল পরিবার দুটোর জীবন নির্বাহ করা কঠিন। জীবনমান উন্নত করার উল্লেখযোগ্য কোন জীবিকার সন্ধান না থাকায় তারা ছাগল পালনে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তাদের আশেপাশে পর্যাপ্ত চারণভূমি থাকায় তাদের চাহিদানুযায়ী ছাগল পালনের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতায় কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ করার প্রচেষ্টা। কেএফএইচ যাকাত ফান্ড থেকে তাদের প্রত্যেককে ২টি করে ছাগল ক্রয় করে দেয়া হয়েছে।
এ কেস দু’টির সুপারিশকারী এবং বাস্তাবায়নকারী প্রফেসর ড. আরিফ হাসান খান রবিন (Arif Hasan Khan Robin), বাকৃবি-কে কেএফএইচ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
যাকাতের হকদার প্রথমেই যেমন গরীব আত্মীয় স্বজন অতঃপর প্রতিবেশী থাকে তেমনি আশেপাশে আমাদের নজড়ে থাকা সহায় সম্বলহীনরা প্রাধান্য পান।সেই কারনেই কেএফএইচ ও আপনাদেররকেও উৎসাহিত করে ইসলামের এই মাসালা অনুসরণ করার জন্য। অতঃপর আমাদের আহ্বান থাকে আপনাদের কাছে যারা আমাদের কার্যক্রমে আস্থাশীল হয়ে এবং সঠিক/উপযুক্ত হকদার যাকাতের হকদারী ব্যক্তিকে খুঁজে দিতে। তারই ধারাবাহিকতায় কেএফএইচ সদস্যদের আমরা অনুরোধ করি তার পরিচিত মন্ডলে যাকাতের হকদার ব্যক্তির খোঁজ নিতে। নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে সমস্ত তথ্য এবং ভোটার আইডি সহ কমিটির যাচাই বাছাই পূর্বক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বচ্ছতা আর জবাবদিহিতায় বিশ্বাসী KFH তার সীমিত পরিসরে এই কার্যক্রম পরিচালনা করার প্রয়াসে আপনাদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করছে।
You are donating to : ময়মনসিংহস্থ চরে বাসকারী দুইজন অসহায় নারীর পাশে দাড়ালো কেএফএইচ
Project Information
- Convener : M Ashraf Uddin
- Profession : Manager, Security Operations, Dhaka Power Distribution Company Limited
- Contact No : 01730335359
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH