যাকাতে স্বনির্ভর করার লক্ষ্যে পাশে দাড়ানোর গল্প-২০২৩
যাকাতে স্বনির্ভর কার্যক্রম-২/২৩
রিক্সাচালক স্বামীর উপার্জনের সংসার না চলায়, রংপুরের মুক্তা আপা মুদির দোকান চালু করেন। হঠাৎ মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সব পুঁজি হারিয়ে আর্থিক সংকটে পরে পরিবারটি। কেএফএইচ যাকাত ফান্ড থেকে মুদি দোকানের মালামাল কিনে দেয়া হয়। ইনশাল্লাহ, কেএফএইচ কে পাশে পেয়ে মুক্তা আপার সংসারের চাকা আবার সচল হবে।
মুক্তা আপার মত এমন আরও অনেকেই আছেন আমাদের আশেপাশে, যাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই তারা স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারবে। এমন আরও স্বনির্ভরতার গল্প তৈরি করতে আপনার যাকাত কেএফএইচ এর যাকাত কর্মসূচীতে প্রদান করুন।
কৃতজ্ঞতা: এ কাজটি কেএফএইচ এর পরীক্ষিত ভলান্টিয়ার Md Morshedul Haque-এর সরাসরি তত্ত্বাবধায়নে সম্পাদন করা হয়েছে। সময় ও শ্রম দিয়ে সুন্দরভাবে তা বাস্তবায়নের জন্য কেএফএইচ কৃতজ্ঞ তার প্রতি।
You are donating to : রংপুরের মুক্তা আপা মুদির দোকানে মালামাল কিনে দিল কেএফএইচ
Project Information
- Convener : M Ashraf Uddin
- Profession : Manager, Security Operations, Dhaka Power Distribution Company Limited
- Contact No : 01730335359
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH