বৃদ্ধ বাবা করোনায় আক্রান্ত। হাসপাতালে বেড সংকট। ঘরেই চিকিৎসা করছে সন্তান ও স্বজনেরা। আজ অক্সিজেন লেভেল কমে ৯০ হতে ৯২ উঠানামা করছে। চিন্তিত হয়ে উঠে পরিবারের সবাই। চিকিৎসকের সাথে যোগাযোগ করে রোগীর সন্তান। চিকিৎসক মিনিটে ২ লিটার অক্সিজেন সরবরাহের পরামর্শ প্রদান করে।
অক্সিজেনের সন্ধানে নেমে জানতে পারে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ)নামে এক সংগঠন করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে। ফোন দিলেন নিকটবর্তী পয়েন্ট দক্ষিণ বনশ্রিতে। একটি ফরম পূরণ, এনআইডি ফটোকপি জমা, আর জামানতের ফেরতযোগ্য ২০০০ টাকা- সহজেই সংগ্রহ হয়ে গেল অক্সিজেন সিলিন্ডার। সিএনজি চেপে রওনা হলেন বাবার বুকে অক্সিজেন ভরিয়ে দিতে।
বেঁচে থাকুক এই সন্তানের বাবা, বেঁচে থাকুক করোনায় আক্রান্ত সকল রোগী। বেঁচে থাকুক ভালোবাসা।
You are donating to : বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক বাবা
Project Information
- Convener : Prof. Dr. Md. Ferdous Mehbub
- Profession : Professor and Chairman, Hajee Mohammad Danesh Science & Technology University, Dinajpur
- Contact No : 01711195210
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH