দশের যাকাতের টাকায় দিনাজপুরের জামালের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

দিনাজপুরের জামাল পেশায় একজন দরিদ্র নাপিত। তার সেলুনের ছিল গরিবানা হাল। প্রয়োজনীয় মালামালের অভাব ছিল, ছিলনা ভেসিন, চকচকে আয়না বা ভাল ডেকোরেশন। আয় হতো অনেক সীমিত। এই সীমিত আয়েই ৭ জনের সংসার চলত। বুড়ো বাবা মায়ের দায়িত্বও ছিল নিজের কাঁধে।স্বচ্ছল না হলেও অভাবে সংসার চালিয়ে নিত সে। কিন্তু করোনার ছোবল আঘাত হানে তার রুজি ও রোজগারের উপর। করোনার ভয়ে মানুষ সেলুনে যাওয়া কমিয়ে দিল। যে টাকা আয় হয় তাতে দোকান ভাড়া দিয়ে সংসার চালানো অসম্ভব ছিল। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশব্বিদ্যালয়ের একজন অধ্যাপকের মাধ্যমে সহায়তা কামনা করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এর নিকট। সহায়তায় এগিয়ে আসে কেএফএইচ। সংগঠনের যাকাত ফান্ড হতে তাকে প্রদান করা হয় ২৫০০০ টাকা। সেই টাকায় নিজের জরুরী প্রয়োজন মেটানোর পাশাপাশি সেলুনের মালামাল ক্রয় ও সেলুন ডেকোরেট করে সে। আশা করা যায় ভাল ডেকোরেশনের কারনে তার দোকানে কাস্টমারের সংখ্যা বাড়বে এবং তার আয় উন্নতি বাড়বে।
 
মানবিক কার্যক্রমে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি(কেএফএইচ)পাশে থাকার প্রত্যশা করছ।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top