দশের যাকাতের টাকায় আব্দুল মালেকের কস্টের বোঝা লাঘব

কুমিল্লা নিবাসী আব্দুল মালেক ৬৪ বছরের বৃদ্ধ। এই বয়সে সংসারের ঘানি টানতে হচ্ছে তাকে। ঝুড়িতে করে বাজারে সবজি বিক্রি করে সে। তার গল্প খুব করুন ও মর্মস্পর্শী। দুই ছেলে ও তিন মেয়ে ছিল তার সংসারে। বড় ছেলে ও বড় মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাদের চিকিৎসায় অনেক খরচ হয়ে যায় তার। বড় ছেলে তিন সন্তান রেখে মৃত্যুবরণ করেন। এই নাতি-নাতনীদের ভরণপোষণের দায়িত্ব এখন বৃদ্ধ আব্দুল মালেকের। আব্দুল মালেকের মা এখনো জীবিত এবং আব্দুল মালেকই মায়ের দেখাশুনা করেন এই বয়সে যেখানে বিশ্রামে থাকার কথা, উলটো এতোগুলো মানুষের দায়িত্ব আব্দুল মালেকের উপর। সব্জি বিক্রি করে এতো বড় পরিবার চালানো খুব কস্ট হয় তার জন্য।

আব্দুল মালেকের কস্ট লাঘবের জন্য কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর যাকাত ফান্ড হতে তাকে দুইটি ছাগল কিনে দেওয়া হয়। পরিবারের অন্যান্য সদস্যরা ছাগল লালন-পালন করতে পারবে এবং সংসারের জন্য বাড়তি কিছু আয় হতে পারবে।

মানবতার সেবায় পাশে থাকুন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এর সাথে।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top