দশের যাকাতের টাকায় হাফেজ মোঃ মফিজুরের পরিবারের বাড়তি আয়

ফটিকছড়ি নিবাসী মোঃ মফিজুর রহমান (২২) একজন মাদ্রাসার ছাত্র। তিনি কোরআনে হাফেজ এবং দাখিল পরিক্ষার্থী। ৫ ভাই বোন ও বাবা-মা মোট ৭ জনের সংসার। বাবা মোঃ শাহজান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফেরি করে বিভিন্ন ধরনের খুচরাপণ্য বিক্রয় করেন। তার সীমিত আয়ে ৭ জনের পরিবার চালাতে কষ্ট হয়। ফলে দারিদ্রতা এই পরিবারের নিত্যসঙ্গী। সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করা তার জন্য অতিদূরহ। অবস্থার পরিবর্তনের লক্ষ্যে মোঃ মফিজুর কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর যাকাত ফান্ড হতে সহায়তার আবেদন করেন। যাচাই বাছাই করে তার আবেদন মঞ্জুর করেন কেএফএইচ যাকাত কমিটি। কেএফএইচ এর স্বেচ্ছাসেবক মোঃ হাবিবুর রহমানের সহায়তায় ২২০০০ টাকায় উন্নত জাতের একটি বাছুর ক্রয় করে এবং ৩০০০ টাকা রক্ষণাবেক্ষণের জন্য তুলে দেওয়া হয় মোঃ মফিজুর রহমান এর হাতে। গরু লালনপালন করে আগামীতে মোঃ মফিজুর রহমান নিজ লেখাপড়ার খরচ মিটিয়ে পরিবারে বাড়তি আয়ে অবদান রাখতে পারবে এই প্রত্যাশা করছি।

মানবতার সেবায় যুক্ত থাকুন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এর সাথে।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top