দশের যাকাতের টাকায় আল-মামুনের দোকানের মালামাল ক্রয়

মোঃ আল মামুন একজন নওমুসলিম।  তিনি একজন মুদির দোকানদার। মাসিক ১৫০০ টাকা চুক্তিতে দোহারে একটি দোকান ভাড়া নেন। এক হৃদয়বান ব্যক্তির সহায়তায় দোকান ফার্নিশ করেন এবং সামান্য কিছু মালামাল ক্রয় করেন। কিন্তু পর্যপ্ত মালামালের অভাবে দোকান হতে তার তেমন আয় হয় না। পুঁজির অভাবে মালামালও ক্রয় করতে পারেন না। উল্লেখ্য ধর্ম পরিবর্তনের কারনে পারিবারিক সম্পত্তি হতে বঞ্চিত হওয়ার পাশাপাশি আত্নীয়-স্বজনের নিকট হতে কোন সহায়তা পান না। তাকে সহায়তা করতে এগিয়ে আসে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। দোকানে মালামাল ক্রয়ের জন্য কেএফএইচ এর যাকাত ফান্ড তাকে ২০,০০০ টাকা প্রদান করা হয়। আলমামুনের ব্যবসার উন্নতিসহ পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

মানবতার সেবায় পাশে থাকুন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এর সাথে।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top