দশের যাকাত ও আর্থিক সাহায্যে আলেম পরিবারের গৃহনির্মাণ

মুক্তাগাছার এক আলেম এর মৃত্যুর পর তার পরিবার অসহায় অবস্থায় পতিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে যান। পরিবারের সকলেই ধার্মীক। সংসার চালাতে বড় ছেলে একটি মসজিদে খাদেম এর চাকরী গ্রহণ করে। তার আয় অতি নগণ্য যা দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ সম্ভব হয় না। এলাকার লোকজন বিভিন্ন সময় সহায়তা করে এই পরিবারের জন্য। বড় একটি সমস্যা হলো তাঁদের ঘর ভাঙ্গাচোরা এবং বসবাসের অনুপযুক্ত। ঝড়, বৃষ্টি, ঠান্ডা, সূর্যালোক কোন কিছুই হতে ঘরের বাসিন্দারা সুরক্ষিত নয়। বাধ্য হয়ে তারা রান্না ঘরে বসবাস করেন। ঘর নির্মাণ কিংবা মেরামতের সামর্থ তাদের নেই। এলাকার একজন হৃদয়বান মাওলানা তাদের ঘর নির্মানের জন্য এগিয়ে আসেন। তিনি অন্যদের নিকট সহায়তা চান ঘর নির্মাণে এগিয়ে আসার জন্য। যাকাতের টাকা গ্রহণের বিষয়েও তাঁদের সম্মতি ছিল। অনেকের মতো কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এগিয়ে আসে এই ঘর নির্মাণে সহায়তার জন্য।  ফাউন্ডেশনের যাকাত তহবিল হতে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমাণে ঘর নির্মাণের কাজ চলছে।

মানবতার সেবায় পাশে থাকুন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) এর সাথে।

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top