মিরাজ উদ্দিন ও শেফালি আক্তার (ছদ্দনাম) সুখী দম্পতি। তাদের ঘরে ছিল একটি ছেলে সন্তান। তবুও তাদের একটি মেয়ে সন্তানের জন্য ছিল আকুলতা। সময় যাচ্ছিলো কিন্তু কন্যা সন্তান আসছিলো না ঘর আলো করে। তাদের সংসার ছিলো যথেষ্ট স্বচ্ছল। যখন সংসারে সচ্ছলতা থাকে তখন মানু্ষ অনেক স্বপ্ন বুনতে পারে। তারা সিন্ধান্ত নিয়ে একটি কন্যা সন্তান দত্তক নিলেন। তার কিছুদিন পরেই ঘর আলো করে আসে আরেক টি কন্যা সন্তান। এবার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ভালভাবেই তাঁদের সংসার চলছিল।
এর মধ্যেই দেখতে দেখতে এসে গেল ২০১৫ সাল। ভালোই চলছিলো সবকিছু। কিন্তু, হঠাৎ স্ট্রোক করে স্বামী মৃত্যুবরণ করার কারণে সংসারে নেমে এলো এক ঘোর অন্ধকার। শেফালি আক্তার অসহায় হয়ে পড়লেন। সাহায্য করার জন্য আশে পাশের কেউ এগিয়ে এলোনা। এদিকে, জন্মগতভাবে শেফালি আক্তার দূর্বল শারিরিক গঠনের মানুষ। এছাড়াও কিছু মেয়েলী সমস্যা ও তার চিকিৎসার কারণে ধীরে ধীরে সঞ্চয় শেষ হয়ে যাচ্ছিলো। অসুস্থতার কারনে তাঁর পক্ষে কোনও কাজ করাও সম্ভব হয়নি। তখন নিরুপায় হয়ে ছেলের পড়ালেখা বন্ধ করে ছেলেকে সংসারের হাল ধরতে হয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে গ্রামে ব্যবসা করার উদ্দেশ্যে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছিল। পর্যাপ্ত পূজি না থাকায় তাও সম্ভব হয়নি। কোন একভাবে দিন আনে দিন খায় অবস্থায়। সময় চলে যাচ্ছিলো।
এরপরেই এসে গেল করোনা। এমনিতে পরিবার জীর্ণশীর্ণ, তার উপরে করোনা মহামারীতে সংসারের নিত্য খরচ জোগাড় করতে হিমশিম খেতে লাগলো।
এমন সময় ফেইসবুকে পোস্ট দেখে শেফালি আক্তার এর পক্ষে তার ছেলে, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর যাকাত ফান্ড থেকে সহায়তার জন্য আবেদন করল। আবেদন যাচাই করে কেএফএইচ শেফালি আক্তার এর পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হল, একমাত্র উপার্জনক্ষম ছেলের ব্যবসায় মালামাল কিনে দিয়ে পাশে দাঁড়ানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী কেএফএইচ যাকাত ফান্ড থেকে ২৫,০০০ টাকা দিয়ে শেফালি আক্তারের ছেলেকে ব্যবসার মালামাল (সিমেন্ট এর বস্তা ও সার) কিনে দেয়া হয়েছে। এই টাকার যোগানটা আপাত দৃষ্টিতে কম মনে হলেও শেফালী আক্তারের পরিবারের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সাহায্য। এই সাহায্য থেকে তারা আবার জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল।
এমন মানুষদের পাশে দাঁড়াতে কেএফএইচ সবসময় প্রস্তুত। কারণ কেএফএইচ মানবতার সেবায় বদ্ধ পরিকর।
You are donating to : মানুষের থাকে নানান রকম স্বপ্ন, কিন্তু বাস্তবতার চিত্র হয় অন্যরকম
Project Information
- Convener : Khan Abul Manjur Mohammad Raisul Islam
- Profession : Deputy Director, Microcredit Regulatory Authority
- Contact No : 01674064485
- Facebook : Krishibid Foundation for Humanity - KFH