জোড়া লাগা দুই বোনের পাশে কেএফএইচ
ফাতেমা ও কুলসুমা, জোড়া লাগানো জমজ দুই বোন। ২৫ দিন আগে দুই বোনের জন্ম। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে ভর্তী রয়েছে। ঢাকা মেডিকেলের শল্য চিকিৎসকদল শিশু দুটিকে আলাদা করবে।
 
আজ (২০ মার্চ, ২০২১) কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর একটি প্রতিনিধি দল গিয়েছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারী ও নিউনেটাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে দেখা করতে। মূলত কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি, রোগীদের সহায়তা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার লক্ষ্যে এই সাক্ষাৎ। ঘটানস্থলে জোড়া লাগানো জমজ দুই বোন দেখে মুহুর্তে শিশু দুটির দরিদ্র পিতা-মাতাকে সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি এর প্রতিনিধি দল। আর এর মাধ্যমেই শুরু হলো কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর প্রথম কার্যক্রম।
 
ফাতেমা ও কুলসুমা এর পাশাপাশি আর একটি শিশুর অভিবাবককে আর্থিক সহায়তা করা হয়। উল্লেখ্য "কেএফএইচ স্পন্দন" প্রকল্পের মাধ্যমে সরকারী হাসপাতালে (আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) চিকিৎসারত দরিদ্র ও অসহায় রোগীদের মেডিসিন ক্রয়, অন্যান্য চিকিৎসা উপকরণ ক্রয়, পরিক্ষা-নিরীক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় অন্যান্য আর্থিক সহায়তা করবে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় এই প্রকল্প পরিচালনা করা হবে।
 
** আমাদের কার্যক্রম পরিচালনার জন্য সকলের দোয়া ও পাশে থাকার অনুরোধ করছি।

 

This case has been finished. No Donation is Needed Now.

Project Information

top